ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বোস হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে ফরিদপুর র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা দু’জন হলেন- ফরিদপুরের সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামের সামচু শেখের ছেলে মনিরুজ্জামান শেখ ওরফে মনির (৩৩) ও একই উপজেলার খাগৈর গ্রামের কাশেম মোল্যার ছেলে ছাত্তার মোল্যা (৩০)।
সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানি অধিনায়ক বলেন, গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান শেখ মলয় বোস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও ছাত্তার মোল্যা একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ ১১ বছর পর তাদের গ্রেপ্তার করেছে র্যাব। মলয় বোস হত্যাকাণ্ডের পর থেকে তারা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিলেন।
প্রসঙ্গ, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের সালথার আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বোসকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মলয় বোসেরর স্ত্রী ববিতা বোস ফরিদপুরের কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৯ জনকে মৃত্যুদণ্ড ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।