ডিবি পরিচয়ে গত শনিবার রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ী মো. সেলিম হোসেনকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যাচেষ্টা করে অপহরণকারীরা। এ ঘটনায় গত সোমবার মানিকগঞ্জ আদালতে মামলা করেছেন তিনি। কিন্তু ঘটনার পাঁচ দিনেও পুলিশ অপহরণ চক্রের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সেলিম জানান, ঘটনার দিন মানিকগঞ্জের শিবালয় থানাধীন সৈয়দাবাদ এলাকার গ্রামের বাড়ির উঠানে বেড়া দেওয়ার কাজ করছিলেন। এ সময় হানিফ, ইব্রাহিম, আজিমুদ্দিন, রিন্টু, বারেক কাজী ডিবি পুলিশ পরিচয়ে দুহাত বেঁধে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে পাশের নালী চেয়ারম্যান মার্কেটে আটকে রাখে। গলায় ছুরি ধরে বলে, বাঁচতে চাইলে পরিবারকে ৭ লাখ টাকা নিয়ে আসতে বল। টাকা না পেয়ে একপর্যায়ে দুর্বৃত্তরা তার গলায় ছুরি চালাতে গেলে ধস্তাধস্তি করেন তিনি। ঘটনা আঁচ করতে পেরে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি ৯৯৯ নম্বরে ফোন করলে, পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। শিবালয় থানার এসআই সানোয়ার হোসাইন বলেন, ব্যবসায়ীকে অপহরণকা-ের বিষয়ে আমরা অবগত আছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।