নাটোরের গুরুদাসপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি জাহিদুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাব-৫ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার সকাল ১১টার দিকে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রিয়াজ শাহারিয়ার এ তথ্য জানান।

র‌্যাব জানায়, ২০২২ সালের ১৮ নভেম্বর দুপুরে এক শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী জাহিদুল ইসলাম। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেন জাহিদ। ভয়ে ভুক্তভোগী শিশু কাউকে বিষয়টি বলেনি। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ভুক্তভোগীর দাদি বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেন। এর পর থেকে আসামি পলাতক ছিলেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য ও মামলার এজাহারের ওপর ভিত্তি করে র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা নজরদারি আসামির অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গার হেলেঞ্চা এলাকা থেকে আসামি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায় গ্রেপ্তার আসামিকে নাটোরের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হবে।