বাগেরহাট শহরে দেয়াল ভেঙে একটি স্বর্ণের দোকানের ৮০ ভরি সোনার গহনা চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাতে বাগেরহাট শহরের রেলরোডে প্রনব জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।
শনিবার সকালে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, শহরের প্রনব জুয়েলার্সে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দোকানের ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। চোরের দলটিকে খুব শিগগিরই শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছি।
প্রনব জুয়েলার্সের স্বত্তাধিকারী প্রবীর সরকার বলেন, দোকানের পেছনের ইটের দেয়াল শাবল দিয়ে ভেঙে ভেতরে ঢুকে চোরের দল প্রথমে সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে তারা লোহার সিন্দুক ভেঙে ও সামনের শো-কেসে তৈরি করে রাখা বিভিন্ন স্বর্ণের গহনা নিয়ে গেছে। স্বর্ণের পরিমাণ অন্তত ৮০ ভরি।
বাগেরহাট জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক স্বর্ণ ব্যবসায়ী নিলয় কুমার ভদ্র বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোরের দল শুক্রবার রাত ১২টা ৩৭ মিনিটে দোকানে প্রবেশ করে এবং ভোর সাড়ে চারটার দিকে তারা বের হয়ে যায়। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।