মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর থানার এস আই ফরিদ আহমেদ সহ তিন অফিসার ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পেলেন পুলিশ সুপার পুরস্কার।

জেলার বাইরে থেকে সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামি যিনি দীর্ঘ দিন পালিয়ে থেকে একেক দিন একেক রুপ ধারণ করে বেড়াতেন । কখনও ফল ব্যবসায়ী কখনো ঝাড়ুদার হিসেবে আত্নগোপন করে থাকা আসামি অভিনব কায়দায় অবশেষে এস আই ফরিদ আহমেদের নেতৃত্বে ভূঞাপুর থানা পুলিশ এস আই আল মামুন এএস আই সোহেল রানাসহ একটি টিম ঢাকা মেডিকেল এলাকা থেকে গত জুন মাসে গ্রেফতার করে।

সোমবার (১৪ আগষ্ট) টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ে তার এই কর্মমুল্যায়ন স্বরুপ
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পুরস্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দীন সহ জেলার সকল সার্কেল অফিসার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ বৃন্দ।