জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও পুরস্কার বিতরণ, আলোচনা, দোয়া ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-(২ আসন) গোপালপুর ভূঞাপুর সংসদ সদস্য ছোট মনির,   উপজেলা নির্বাহী  কর্মকর্তা  বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আক্তার। ভূঞাপুর থানা অফিসার্স  ইনচার্জ ফরিদুল ইসলাম,  উপজেলা আমওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা ,উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  আলিফ নূর মিনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ম. আরিফুল হক আরজু ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের, সকল নেতৃবৃন্দ প্রমুখ।

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি