মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা : শুক্রবার (১১আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জুয়ারী কে আটক করে
আদালতে পাঠিয়েছেন
ভূঞাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দাসী ঘাটপার এলাকা থেকে ভূঞাপুর থানা পুলিশের এস,আই মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই জুয়ারিকে আটক করে। আটককৃতরা হলো উপজেলার খানুরবাড়ি গ্রামের হোসেন প্রামাণিকের ছেলে সাইদুল ( ৩০ ) কুকাদাইর গ্রামের আমজাদ হোসেনের ছেলে কদ্দুস আলী ( ৪০ )। শুক্রবার তাদের টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত উপজেলার গোবিন্দাসী এলাকায় নদীর পাড়ে, কখনও নদী বেষ্টিত চরে পৃথক কয়েকটি চক্র জুয়ার আসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের টাকা পয়সা। তিন বছর পূর্বে ঐ এলাকার জুয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে উপজেলার ৩ সাংবাদিককে মারধর করে মারাত্মক আহত করে ক্যামেরা ছিনিয়ে নেয় জুয়ারিরা। কিছুদিন বন্ধ থাকার পর আবারও শুরু করেছে জুয়ার আসর।
এ-বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান আসামী দেরকে জুয়ার আসর থেকে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।