গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক এক শিক্ষার্থী নিহত ও তার ভাগ্নে আহত হয়। পুলিশ কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে। বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম- খালিদ হাসান ওয়ালিদ (১৫)। সে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার কবির হোসেনের ছেলে। সে এবছর স্থানীয় শহীদ আব্দুল জব্বার আনসার একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে।
নিহতের স্বজনেরা জানান, বুধবার সকালে চন্দ্রার জোড়া পাম্প এলাকা থেকে ভাগ্নে ইফাতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল খালিদ হাসান ওয়ালিদ। পথে পল্লীবিদ্যুৎ এলাকায় একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ির নীচে চাপা পরে। এতে ঘটনাস্থলেই খালিদ নিহত ও তার ভাগ্নে আহত হয়। স্থানীয়রা আহত ইফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
কোনাবাড়ি হাইওয়ে থানার এসআই আবু আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং কাভার্ডভ্যানটি চালকসহ আটক করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।