এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত রুদ্র চন্দ্র সরকার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুরে ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রুদ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে। বাবা সাবলু সরকার গ্রাম্য চিকিৎসক। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।
রুদ্রের সহপাঠী অর্নব সরকার জানান, গত ২২ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন রুদ্র। এরপর ক্লাস ও পরীক্ষা শেষে বাড়ি যান তিনি। পরে জানা যায়, তিনি রংপুরের ডক্টরস ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। অবস্থার অবনতি হলে গত বুধবার (২ আগস্ট) রাতে তাকে ঢাকায় এনে ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল (বৃহস্পতিবার) হাসপাতালে গিয়ে জানতে পারি তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।
চিকিৎসকরা জানান, তার কিডনিতে সমস্যা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। একইসাথে ফুসফুসে পানি জমেছে। তখনই তাকে রংপুর ডক্টরস ক্লিনিকের আইসিইউতে ভর্তি করা হয়। রাতে ঢাকার ডেল্টা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুদ্রের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: ইমদাদুল হক গভীর শোক প্রকাশ করেছেন।