মিয়ানামরের সামরিক জান্তা নোবেল পুরস্কার জয়ী আং সান সু চিকে পাঁচটি মামলায় ক্ষমা করেছে। তবে তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা থাকায় তাকে আটকই থাকতে হবে। এই পাঁচ মামলায় তার মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়েছিল।
মঙ্গলবার ঘোষিত ক্ষমা ঘোষণাটি ছিল সাত হাজারের বেশি বন্দীর জন্য সাধারণ ক্ষমার অংশবিশেষ।
গত সপ্তাহে সু চিকে কারাগার থেকে রাজধানী নেপিতাউয়ে তার বাড়িতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। ২০২১ সালের প্রথম দিকে সামরিক অভ্যুত্থানের পর থেকে তিনি কারাগারে ছিলেন।
তিনি তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আপিল করেছিলেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, ‘তিনি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাচ্ছেন না।’
এএফপি জানিয়েছে, ৭৮ বছর বয়স্কা এই নেত্রীর বিরুদ্ধে আরো ১৪টি মামলা রয়েছে।
সাবেক প্রেসিডেন্ট উইন মিন্তও সাধারণ ক্ষমার আওতায় তার দণ্ড লঘু করেছেন।
সূত্র : আল জাজিরা