গাজীপুরে দুপুরের খাবার খেতে যাওয়ার সময় এক পোশাক কারখানার ৪জন নারী কর্মী কাভার্ডভ্যানের ধাক্কায় আহত হয়েছেন। এ ঘটনায় ওই কাভার্ডভ্যানসহ হেলপারকে আটক করেছে পুলিশ। আহতরা সবাই মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকার ইন্টারস্টপ ক্লথিং গার্মেন্টসের কর্মী। শনিবার কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আসমা আক্তার (সুইং অপারেটর), আরিফা আক্তার (জুনিয়র সুইং অপারেটর), হালিমা আক্তার (সুইং অপারেটর) ও শারমিন আক্তার (সুইং অপারেটর)।

জিএমপি’র গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে খাবারের বিরতি পেয়ে মহানগরীর সাইনবোর্ড এলাকার ইন্টারস্টপ ক্লথিং গার্মেন্টসের অধিকাংশ শ্রমিক কারখানা হতে বের হয়ে বাসার উদ্দ্যেশে রওনা হয়। এদের মধ্যে চার নারী শ্রমিক কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। সহকর্মীরা আহত ওই চারজনকে উদ্ধার করে তায়েরুননেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় অন্যান্য শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়কে অবরোধের চেষ্টা করে। এতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হেলপারসহ কাভার্ডটি আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।