সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশে যোগ দিতে রাজধানীমুখী হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। এদিকে আজ বুধবার সকাল থেকে বুড়িগঙ্গা নদীর তিনটি সেতুপ্রান্তে বাসে বাসে তল্লাশি শুরু করছে পুলিশ। এসময় যাত্রীরা বিএনপির নেতাকর্মী কিনা তা জানতে চাওয়া হয়।

তবে পুলিশের দাবি, অপরাধী ধরতে এ তল্লাশি চালানো হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল ৭টার দিকে বুড়িগঙ্গা প্রথম সেতু (পোস্তগোলা) দক্ষিণ কেরানীগঞ্জ প্রান্ত, বুড়িগঙ্গা ২য় সেতু (বাবুবাজার) কদমতলী গোলচত্বর ও বসিলা সেতুর দক্ষিণ প্রান্ত ঘাটারচর এলাকায় বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এসময় ঢাকা-নবাবগঞ্জ সড়কের যমুনা পরিবহন, নবকলি পরিবহন ও মুন্সিগঞ্জ পরিবহনে তল্লাশি চালাতে দেখা যায়।

যাত্রী মো. আলম হোসেন বলেন, ‘আমি রাজধানীর নবাবপুরে ব্যবসা করছি। পুলিশ যমুনা পরিবহনে তল্লাশি চালাচ্ছে। পুলিশ বিভিন্ন প্রশ্ন করছে। বিএনপি নেতা বা সমর্থন কিনা? বিএনপির সমাবেশে যাচ্ছেন কিনা? এমন নানা প্রশ্ন করছে।’

মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার মো. সুমন আহমেদ বলেন, ‘আমি ইসলামপুর এলাকায় কাপড়ের ব্যবসা করি। সকাল থেকে পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি করছে। বিএনপি নেতাকর্মী কিনা এসব প্রশ্ন করছে পুলিশ।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর ফজলুর রহমান। তিনি বলেন, সকাল থেকে কদমতলী এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। বাসে তল্লাশি চালানোর কারণ অপরাধীরা রাজধানীতে ঢুকছে কি না তা দেখা। আমরা সাধারণত যাত্রীদের হয়রানি করছি না।’