প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করে পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।

সোমবার (২৪ জুলাই) মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল স্কুলের নতুন ভবন ও রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এসময় ড. আবদুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান। আর এ উন্নয়ন দেখে দেশের জনগণ আজ আওয়ামী লীগ সরকারের উপর আস্থাশীল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাল থাকলে দেশ ভালো থাকবে, দেশের জনগণ ভালো থাকবে, দেশের শিক্ষা ব্যবস্থা ভাল থাকবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহবান জানান এমপি গোলাপ।

এসময় উপস্থিত ছিলেন-কালকিনি উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) কায়েসুর রহমান, মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী তানভীর মাহমুদ,কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লোকমান সরদার,কালকিনি থানার ওসি নাজমুল হাসান সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সংশ্লিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সাবরীন জেরীন,মাদারীপুর।