পশ্চিমাদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আপনাদের মাতুব্বরির প্রয়োজন নাই। পৃথিবীতে অনেক মাতুব্বর আছে, ঘুরে বেড়ায়, মানুষকে নসিহত দেয়। তাদের পাহাড়সম অর্থ আছে, সে পাহাড়সম অর্থের উৎস কোথায় সেটি আমরা বুঝি। কিন্তু এটি নিয়ে আমরা বিবাদে জড়াই না। যেভাবেই হোক তারা অর্থের মালিক হয়েছে। তবে বড় যেটি করেছে, তারা শিক্ষা দক্ষতার মালিক হয়েছে।
রোববার (১৬ জুলাই) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিশ্ব যুব দক্ষতা দিবসের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং এনএইচআরডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. এখলাছুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সচিব ও এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা এমন কোনো অন্যায় কাজ করিনি যে পৃথিবীতে আমাদের মাথা লুকিয়ে বাস করতে হবে। সাহেবরা ব্যাগ হাতে নিয়ে আসবে, ঘুরে বেড়াবে। ঠিক আছে, আসেন, চা খান, গল্প করেন কিন্তু আমাকে আমার কাজটা করতে দেন।
এম এ মান্নান আরও বলেন, বিশ্বের যারা আমাদের বন্ধুরা আসছেন, তাদের কাছে আমাদের আবেদন আপনারা আমাদের কাজ করতে দিন। আমরা আমাদের বিশাল প্রতিবেশীর তুলনায় স্বাস্থ্যে, স্বাক্ষরতায়, বিদ্যুতে এগিয়ে আছি। আমাদের কান্নাকাটির দিন শেষ।
মন্ত্রী বলেন, আমরা জাতীয়ভাবে সংকটের মধ্যে যাচ্ছি। এটি নাগরিক হিসেবে বলছি, মন্ত্রী হিসেবে নয়। আমরা আমাদের পথ নিজেরাই ঠিক করবো। আমাদের ভালোমন্দ নিজেরাই বুঝি। আমাদের নেতৃত্বে আমাদের বিশ্বাস আছে। গত কয়েক বছরে মাথাপিছু আয় ও জাতীয় উৎপাদন ৫ গুণ বেড়েছে।
তিনি বলেন, আমাদের এখন কাজ করার জন্য দরকার শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ। আমরা অনেক সমস্যার ধারাবাহিক সমাধান করেছি। সব ঠিক করেছি? মোটেও না। বলা হয় বৈষম্য বাড়ছে, এটা ঠিক। কিন্তু ২০০৯ সালে যার কাছে ১ হাজার টাকা ছিল, এখন তিনি ১ লাখ টাকার মালিক। ২০০৯ সালে যে ব্যক্তি শূণ্য ছিল এখন সে ১০০ হয়েছে।
তিনি আরও বলে, দেশের ৮০ ভাগ কর্মী দক্ষতার উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন। তাদের পুঁজি, শ্রম, মেধা এখানে আছে। দেশের রাজনীতি অর্থনীতি একটি আরেকটিকে প্রভাবিত করে। আমাদের অনেক সমস্যা আছে, বিশেষ করে দারিদ্র্যতা।মানসিকভাবে, পশ্চাৎমুখীতা থেকে বেরিয়ে এসে শুধু দৈহিক দক্ষতা নয়, মানসিক দক্ষতাকেও কাজে লাগাতে হবে। দক্ষতা উন্নয়নের কাজগুলো আমরা অনেক পরে শুরু করেছি। অন্য দেশগুলো এর যাত্রা অনেক আগে শুরু করেছে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, গতকাল ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছে। আর কাউকে পরীক্ষা করার সময় নেই, যিনি পরীক্ষিত তাকেই আমরা সমর্থন দিয়েছি।