মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, বকেয়া পরিশোধ ও নিয়মিত ভাতা প্রদানের দাবি প্রজ্ঞাপন আকারে না আসা পর্যন্ত কর্মবিরতিতে থাকার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ও বিসিপিএসের পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা।

রোববার (১৬ জুলাই) বিকেলে শাহবাগ-কাঁটাবন সড়কে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন আন্দোলনরত চিকিৎসকরা। ট্রেইনি চিকিৎসক জুনায়েদ আহমেদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছি। শুধুমাত্র আশ্বাস দেওয়া ছাড়া কিছুই করা হচ্ছে না। এবার আমরা আর আশ্বাসে ঘরে ফিরব না। প্রজ্ঞাপন জারি করে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমানও থাকবে।

তিনি বলেন, আমাদের তিনজন প্রতিনিধি বিএসএমএমইউ ভিসির সঙ্গে বৈঠকে বসেছেন। ভিসি স্যার যদি লিখিতভাবে আশ্বাস দেন তবে আমরা আজকের অবস্থান শেষ করব। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করব না। রোববার (১৬ জুলাই) দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নিতে গেলে পুলিশি বাধায় পড়েন তারা। পরে শাহবাগ-কাঁটাবন সড়কে অবস্থান নেন আন্দোলনরত চিকিৎসকরা। ফলে ১১টা থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে শাহবাগ-সায়েন্স ল্যাবমুখী সড়ক।

উল্লেখ্য, গত ৮ জুন সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করে প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে তারা জানান, ১২ জুনের মধ্যে ভাতা বৃদ্ধির দাবি মানা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়া হবে। এরপর দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুই দফা আন্দোলন স্থগিত করে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। কিন্তু শেষ পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এর মধ্যে তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন।