চোটের কারণে এক বছর টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি শাহিন শাহ আফ্রিদি। দীর্ঘদিন পর টেস্টের আদি ফরম্যাটে ফিরেই মাইলফলক ছুঁলেন পাকিস্তানের এই তারকা পেসার।
পাকিস্তানের সাবেক দুই তারকা পেসার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসের মাইলফলক ছুঁলেন শাহিন আফ্রিদি।
শ্রীলংকা সফরে গল টেস্টের প্রথম ইনিংস চলছে। টি ব্রেকের আগ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে স্বাগতিক শ্রীলংকা। এই ৫ উইকেটের মধ্যে শাহিন শাহ আফ্রিদি শিকার করেছেন ৩ উইকেট। চলতি সফরে প্রথম উইকেট শিকার করেই ক্যারিয়ারের ২৬তম টেস্টে ১০০ উইকেট শিকারের কৃর্তী গড়লেন পাকিস্তানের এই তারকা পেসার।
পাকিস্তানের ১৮তম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট শিকারের নজির গড়লেন আফ্রিদি। শুধু তাই নয়, মাত্র ২৩ বছর বয়সে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসের পর এই মাইলফলক স্পর্শ করলেন শাহিন আফ্রিদি।
পাকিস্তানের হয়ে ৩৬টি ওয়ানডে ম্যাচে খেলে ৭০টি উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। আর ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে শিকার করেন ৬৪টি উইকেট।