বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে দুই দিনের পদযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে এ পদযাত্রা কর্মসূচির রুট প্রকাশ করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ জুলাই মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টার এ যাত্রায় গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক) পর্যন্ত অনুষ্ঠিত হবে। গাবতলী থেকে শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি মগবাজারে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

রুট প্রকাশ দেখানো হয়েছে, গাবতলী ⇒ টেকনিক্যাল মোড় ⇒ মিরপুর (১) ⇒ মিরপুর (১০) গোল চত্বর ⇒ কাজীপাড়া ⇒ শেওড়াপাড়া→ তালতলা (আগারগাঁও) ⇒ বিজয় সরণি ⇒ কারওয়ান বাজার ⇒ এফডিসি ⇒ মগবাজার ⇒ মালিবাগ ⇒ কাকরাইল ⇒ নয়াপল্টন (পার্টি অফিস) ⇒ ফকিরাপুল ⇒ মতিঝিল (শাপলা চত্বর) ⇒ ইত্তেফাক মোড় ⇒ দয়াগঞ্জ ⇒ রায়সাহেব বাজার মোড় পর্যন্ত।

১৯ জুলাই বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টার পদযাত্রার যাত্রাপথ আব্দুল্লাপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা)।
আব্দুল্লাপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি যাত্রা করবে রামপুরা ব্রিজে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুক্ত হবে এবং আব্দুল্লাহপুর ⇒ বিমানবন্দর ⇒ কুড়িল বিশ্বরোড ⇒ নতুন বাজার ⇒ বাড্ডা ⇒ রামপুরা ব্রিজ ⇒ মালিবাগ আবুল হোটেল ⇒ খিলগাঁও ⇒ বাসাবো ⇒ মুগদাপাড়া ⇒ সায়েদাবাদ ⇒ যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত।

আগামী ১৮ জুলাই সারাদেশের সকল জেলা ও মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রা কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে আহ্বান জানান রিজভী।