‘মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা’- এমন শিরোনামে দেশের কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তাতে খুব বিব্রত হন নায়িকা। খবরটিকে ‘ভুয়া’ বলে মন্তব্য করলেন তিনি।

পূর্ণিমা বলেন, ‘একটি ভীষণ ভুয়া খবরের মুখোমুখি হলাম। মা হওয়া তো খুশির সংবাদ। এরকম হলে আমি নিজেই সবাইকে জানাতাম! ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম!’

ক্ষোভ প্রকাশ করে ‘মনের মাঝে তুমি’ খ্যাত এ নায়িকা বলেন, ‘একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছে! অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলেন না! এরকম তো না যে, আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালেন!’

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। ৪ বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি কন্যা সন্তানের মা হন। পরে ২০২২ সালে ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। দুই পরিবারের সম্মতিতে তারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে।