সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গ্রামে থাকা এক পক্ষের নারীরা আশপাশের বাসিন্দাদের মৃত্যুর খবর জানান। এ নিয়ে সংঘর্ষে চারজনের মৃত্যু হলো।
নিহত মখলিছুর রহমান (৬০) উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মালদার আলীর পক্ষের এবং আজির মাহমুদের ছেলে। সংঘর্ষে আহত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা।
জানা গেছে, মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের লোকজনের সংঘর্ষের পর মখলিছুর রহমান পুলিশের ভয়ে অন্য গ্রামের আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। স্বজনদের দাবি সত্য হলে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।
এর আগে সোমবার নিহত তিনজনের মধ্যে দু’জন ছিলেন দ্বীন ইসলামের পক্ষের লোক। অন্যজন মালদার আলীর পক্ষের।
শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, আরও একজনের মৃত্যু হয়েছে বলে স্বজনেরা দাবি করেছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।