আগামী ১৩ জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০০টায় সফিউদ্দীন শিল্পালয়ে উদ্বোধন হতে যাচ্ছে গ্রুপ৬১ এর ৫ দিনব্যাপী দলীয় চিত্রপ্রদর্শনী – “শৈল্পিকতার গভীরতা অন্বেষণ: অনুপ্রেরণা প্রকাশ”
উদ্বোধনী অনুষ্ঠান গ্যালরির মধ্যে গ্রুপ -৬১ বন্ধুরা মিলে ৩১ বছর পূর্তীর ফিতা ও কেক কেটে প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত করবেন গ্রুপ – ৬১ যাঁরা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মিডয়াকর্মী, বিখ্যাতশিল্পী , ফ্যাশন জগতের কর্ণধার, নাট্যকার ও দেশের অ্যাডভার্টাইজিং নির্মাণের বিজ্ঞজনেরা।
প্রদর্শনীর উদ্বোধন :১৩ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায়। প্রদর্শনী চলবে ১৭ জুলাই, ২০২৩ পর্যন্ত, প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে।
স্থান – সফিউদ্দীন শিল্পালয়, বাড়ি-২১/এ, (প্রথমতলা), রোড-০৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫
যোগাযোগ – 01714133725, ইমেল- group611991@gmail.com
গ্রুপ-৬১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, বিগত তিন দশক ধরে বাংলাদেশী সংস্কৃতিতে যথেষ্ট প্রভাব ফেলেছে। গ্রুপ ৬১-এর অংশগ্রহণকারীরা এই সেক্টরে তাদের অনন্য অবদানের জন্য শৈল্পিক বিকাশ এবং অগ্রগতির যাত্রা শুরু করেছে। তারা এই প্রদর্শনীটি তাদের বৃহত্তর লক্ষ্যের অংশ হিসাবে সারা দেশে সকল প্রকারে শৈল্পিক অভিব্যক্তি ছড়িয়ে দেওয়ার অংশ হিসাবে স্থাপন করছে। শিল্পকলার প্রতি তাদের অনুরাগ আরও একটি আর্ট কমপ্লেক্স প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দ্বারা প্রদর্শিত হয় যেখানে অনেক শৈল্পিক শৃঙ্খলা বিকাশ লাভ করতে পারে। গ্রুপ ৬১-এর অসাধারণ যাত্রা এবং বাংলাদেশে একটি সমৃদ্ধ ও উন্মুক্ত শিল্প সম্প্রদায় গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে ।