গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে হৃদয় শেখ মিঠু (৩৮) নামে এ আসামিকে গ্রেপ্তার করে সাদুল্লাপুর থানা পুলিশ। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিল সে।
হৃদয় শেখ মিঠু উপজেলার ক্ষোর্দ্দকোমরপুর গ্রামের মিনহাজ শেখের ছেলে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হৃদয় শেখ মিঠু। সাজাপ্রাপ্ত হয়ে আত্মগোপনে যায় সে। পরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।