নরসিংদীর শিবপুরে ‘কিশোরগ্যাং সদস্যদের’ ছুরিকাঘাতে নাহিদ মিয়া (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। রোববার দুপুরে সাধারচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নাহিদ তাতারকান্দী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং হরিহরদী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

জানা যায়, তিন মাস আগে খেলাধূলা নিয়ে একটা বিরোধ সৃষ্টি হলে নাহিদ বিষয়টি মীমাংসা করে দেয়। কিন্তু প্রতিপক্ষ তা মেনে নেয়নি। সেই ঘটনাকে কেন্দ্র করে নাহিদের সঙ্গে তাদের পূর্বশত্রুতা ছিল বলে জানান স্বজনরা। এর জেরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের জন্য কলেজে যায় নাহিদ। এ সময় এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ অন্যরা তাকে ধাওয়া করে। তারা চাপাতি নিয়ে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে ডুবিয়ে তাকে হত্যা করে। পরে তাকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। ওই কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে নাহিদের একটি তুচ্ছ ঘটনা নিয়ে পূর্বশত্রুতা ছিল।’

অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় কিশোরগ্যাং ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায়ের অভিযোগ করেছেন নাহিদের পরিবারের সদস্যরা।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জানান, পূর্বশত্রুতার জের ধরে কলেজছাত্রের মৃত্যুর তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হবে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার বলেন, খেলাধূলা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে নাহিদকে খুন করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।