কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীতসহ তিন দাবিতে চট্টগ্রামে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। শনিবার সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন কর্মবিরতি শুরু করে।
চমেক হাসপাতাল পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম বাদল বলেন, চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রায় তিনশ বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। শনিবার সকাল থেকে কোনো চিকিৎসক ওয়ার্ডে আসেননি। সকলেই কর্মবিরতি পালন করছেন।
পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক হাবিবুর রহমান সোহাগ বলেন, আমরা ওয়ার্ডের কাজ ছেড়ে দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছি। এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন এফসিপিএস, এমডি, এমএস, ডিপ্লোমা কোর্সের সকল প্রাইভেট ট্রেইনি চিকিৎসক।
আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন, প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তারদের বেতন-ভাতা বাড়ানোর দাবির বিষয়ে বারবার কর্তৃপক্ষ সমর্থন দিয়ে থাকলেও তাদের আশ্বাস বাস্তবায়ন হয়নি। তাই শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
৩ জুলাই পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দাবি আদায়ে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।