সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মানহানিকর বক্তব্য দেওয়ায় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে মানি স্যুট মামলা করা হয়েছে।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন সেন্ট্রাল হাসপাতালের এমডি ডা. মতিউর রহমান। এদিন বাদীপক্ষ সর্বোচ্চ কোর্ট ফি দাখিল করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

নানা বিভ্রান্তিকর বক্তব্যে দিয়ে হাসপাতালের সুনাম ক্ষুণ্ন করায় এই মানহানি মামলা করা হয়েছে বলে জানান আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছেন।

বিস্তারিত আসছে…..