রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার পরই সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান তারেকের কক্ষ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে মেডিকেল কলেজ ক্যাম্পাসের পিন্নু হোস্টেলে এ ঘটনা ঘটে। এর আগে ওইদিন দুপুরে রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

তারেক জানান, সন্ধ্যায় রুম থেকে বাইরে যাই। পরে রুমে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে কলেজ প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানাই। দলের কতিপয় কর্মীর নেতৃত্বে এ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জানা যায়, দলীয় কোন্দলে বিভক্ত ছিল রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ। সম্প্রতি কমিটি বিলুপ্তির খবর শুনে একটি অংশ আরেকটি অংশের ওপর হামলা করে।

এর আগে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ তিনটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে রংপুর মহানগর ও রংপুর মেডিকেল কলেজ শাখার কমিটি বিলুপ্ত এবং রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে।

প্রসঙ্গত, রোববার ছাত্রলীগের রংপুর বিভাগীয় কর্মীসভায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে নীলফামারী থেকে আসা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনা ঘটে। এর দু’দিনের মাথায় জেলা ছাত্রলীগের কমিটি স্থগিতসহ মহানগর ও মেডিকেল কলেজ কমিটি হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়।