দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। নানা জল্পনা-কল্পনা দূরে ঠেলে অবশেষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে ভারত বিশ্বকাপের, পর্দা নামবে ১৯ নভেম্বর। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ অক্টোবর থেকে, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

আজ মঙ্গলবার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ্যে আনে আইসিসি। একই সাথে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রফিও উন্মোচন করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা।

সূচিতে দেখা যায়, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে আহমেদাবাদে পর্দা উঠবে এবারের আসরের। খেলা চলবে প্রায় দেড় মাস সময়। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১২ নভেম্বর, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার।

প্রথম ম্যাচে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায়। একই মাঠে ১০ তারিখ ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ১৪ তারিখ, চেন্নাইয়ে। ১৯ অক্টোবর কলকাতায় স্বাগতিক ভারতের মোকাবেলা করবে তামিম বাহিনী।

২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ে আর কোয়ালিফায়ার থেকে আসা প্রথম দলের সাথে কলকাতায় ২৮ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ। ৩১ অক্টোবর কলকাতাতেই পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।

কোয়ালিফায়ারের দ্বিতীয় দলের সাথে খেলা হবে ৬ নভেম্বর দিল্লিতে। আর গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সূচি –

৭ অক্টোবর : আফগানিস্তান (ধর্মশালা)
১০ অক্টোবর : ইংল্যান্ড (ধর্মশালা)
১৪ অক্টোবর : নিউজিল্যান্ড (চেন্নাই)
১৯ অক্টোবর : ভারত (পুনে)
২৪ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা (মুম্বাই)
২৮ অক্টোবর : বাছাইপর্ব-১ (কলকাতা)
৩১ অক্টোবর : পাকিস্তান (কলকাতা)
৬ নভেম্বর : বাছাইপর্ব-২ (দিল্লি)
১২ নভেম্বর : অস্ট্রেলিয়া (পুনে)