রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের ব্যর্থ সশস্ত্র অভ্যুত্থানের পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় তেহরানের অবস্থানও জানিয়ে দেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি বলেছে, রুশ নেতার সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট রাইসি বলেছেন, রাশিয়ার জাতীয় সার্বভৌমত্বের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে।
খবরে বলা হয়েছে, সোমবারের ওই ফোনালাপে দুই প্রেসিডেন্ট ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের শুক্রবারের বিদ্রোহ পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান মনে করে, এ অঞ্চলে বহিঃশক্তির সেনা উপস্থিতি আঞ্চলিক সবগুলো দেশের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে।
দুই প্রেসিডেন্ট ককেশাস অঞ্চলের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। ককেশাস অঞ্চলে ২০২০ সালে নাগর্নো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা নিয়ে ওই দুই দেশের মধ্যে বর্তমানে আবার টানাপড়েন বেড়েছে।