নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের চর পানাউল্যাহ গ্রামে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সড়কে গোপালখালের উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার ( ২০ জুন) বেলা ১১টার সময় সুবর্ণচর উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের তাহের বাজার থেকে দক্ষিনে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল সড়কে গোপালখালের উপর ব্রিজ নির্মাণের দাবিতে এলাকার নারী পুরুষ সকলে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এই সময় গোপাল খালের উপর ব্রিজ নির্মাণের দাবিতে বক্তব্য রাখেন, জাহাজমারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন সোহেল, পল্লী ডাক্তার আলতাব হোসেন, ওষুধ কোম্পানীর এমআর মোহাম্মদ ফরিদ হোসেন, গোপাল খালপাড়ে বসবাসরত গৃহিণী পুশপারা বেগম, নুরজাহান বেগম, বিবি ফারহানা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১নং চর জব্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাঝখান দিয়ে এই গোপাল খাল, গোপালখালের ওপারে স্কুল মাদ্রাসার আসা যাওয়া শিক্ষার্থীরা নানা অসুবিধায় ভোগ করেন এমনকি স্কুল মাদ্রাসায় যাওয়া শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে খালপার হয়। বক্তারা বলেন , এই বছর দুটি শিক্ষার্থী পার হওয়ার সময় খালেপড়ে মৃত্যু বরণ করেন।

এইখালের ওপারে একটি বড় বাজার তাহেরবাজার প্রয়োজনের তাগিদে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা-যাওয়া করে, বাজারে কৃষকেরা হাঁস-মুরগি, গরু-ছাগল, তরু তরকারি, ক্রয় বিক্রি করে ব্রিজ না থাকায় আসা যাওয়া নানা অসুবিধা ভোগ করে।

এই ব্যাপারে ১নং চর জব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক বলেন, এই গোপাল খালের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট একটি নৌকা দিয়ে খাল পার হয়। এমনকি এই বছর দুটি শিশু শিক্ষার্থী স্কুল মাদ্রাসায় যাওয়ার পথে খালে পড়ে মারা যায়। তাই এই গোপাল খাবারের উপর একটি ব্রিজ অতি জরুরী।

মোহাম্মদ ছানা উল্যাহ
নোয়াখালী