বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রাজু এন্টারপ্রাইজ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে অনিক স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইয়ং মাসুদ স্মৃতি সংঘকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধে মাসুদ স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯৭ রান করে। দলের পক্ষে অয়ন ৪২ রান করে। বিপক্ষ অনিক স্পোর্টিং ক্লাবের রাহাত ৩ উইকেট নেয়। দ্বিতীয়ার্ধে অনিক স্পোটিং ক্লাব খেলতে নেমে ১৬.৫ ওভারে দুই উইকেটে ৯৮ রান করে বিজয় অর্জন করে। বিজয়ী দলের শফিকুল ৫৮ রান করে ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পায়। ১৬ টি উইকেট নিয়ে লীগের সেরা বোলারের পুরস্কার পায় ইয়ং মাসুদ স্মৃতি সংসদের প্রত্যয়। ২০২ রান করে লীগের সেরা ব্যাটসম্যান হয়েছে ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের বাঁধন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি,, বিজয়ীদের মধ্যে পুরস্কারের ট্রফি তুলে দেন।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যানের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি খন্দকার আছিফ উদ্দিন রাখি,অতিরিক্ত সাধারণ সম্পাদক অমিত রায়, কোষাধ্যক্ষ সৈয়দ আলতাফ হোসেন টিপু। এ বছর দ্বিতীয় ক্রিকেট লীগে জেলার ২৬ টি দল অংশগ্রহণ করেছিল।