ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর আফতাবনগরে গরুর হাট না বসানোর বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

এর ফলে আফতাবনগরে গরুর হাট বসতে আর কোনো বাধা রইল না। আদালতে সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

১৫ মে আফতাবনগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পরিবেশ সংরক্ষণের দাবিতে জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। এরপর ওই রিটের শুনানি নিয়ে ২২ মে আফতাবনগরে গরুর হাট বসাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ডিএনসিসি কর্তৃৃপক্ষ। এই ধারাবাহিকতায় আবেদনটির শুনানি নিয়ে আদেশ দেন আপিল বিভাগ।

২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) পক্ষে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ সাহে আলম সই করা সম্পত্তি বিভাগ ইজারা/বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ঘোষণা করেন। দরপত্রে ঈদুল আজহার দিনসহ মোট ৫ দিন গরুর হাটের কথা উল্লেখ করা হয়।