বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) তৈলবীজ ফসলের লেআউট প্রস্তুতি, তথ্য সংগ্রহ এবং বীজ উৎপাদন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। এতে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
বারি’র পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার। অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তৈলবীজ গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. ফেরদৌসী বেগম।
“তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি” প্রকল্প (বারি অংগ) এর অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণে বারি ও অন্যান্য প্রতিষ্ঠাণের এসএ/এসএসএ/এসএএও/এফএ অংশগ্রহণ করেন।