সিলেটের নজিরবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন, সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৩০), সাহেদ নুর (৪৫), সাগর (২০), বাহাদুর পুরের ওয়াহিদ আলী (৩০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারা হতাহত হয়। আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশের ডিউটি অফিসার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
মোট কতজন আহত হয়েছেন এখনো পর্যন্ত জানা যায়নি বলে তিনি জানান।