টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত।

বুধবার ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে দুই দলের টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াই। এর আগে ৩টা ৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়েছে।

টস জিতে বোলিং নেওয়া প্রসঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘কন্ডিশন এবং আবহাওয়া মেঘাচ্ছন্ন। পিচ খুব বেশি বদলাবে না।’

অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স বলেছেন, তিনিও টসে জিতলে প্রথমে বোলিংটাই বেছে নিতেন।

ভারত চার পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। একমাত্র স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাদেজা। অর্থাৎ এই মুহূর্তে আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিনের সুযোগ হয়নি।

এ বিষয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘অশ্বিনকে বাইরে রাখাটা কঠিন। সে আমাদের জন্য একজন ম্যাচ উইনার খেলোয়াড়। তাই তাকে বাদ দেওয়াটা মোটেও ভালো উপলক্ষ্য নয়। কিন্তু কন্ডিশন অনুযায়ী দলের জন্য যেটা উত্তম সেটাই করতে হবে।’

অস্ট্রেলিয়া তাদের একাদশ সাজিয়েছে ডানহাতি ফাস্ট বোলার স্কট বোল্যান্ডকে নিয়ে। বিশেজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন নাথান লায়ন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনাল এটি। প্রথম আসরেও ফাইনাল খেলেছিল ভারত। তবে সেবার নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয়েছিল। অস্ট্রেলিয়া এবারই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে।

একাদশ

ভারত: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।