খুলনার কয়রা উপ‌জেলার মহারাজপুর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান আব্দুল্লাহ আল মাহমুদকে সাম‌য়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল‌য়ের স্থানীয় সরকার বিভা‌গের সি‌নিয়র সহকারী স‌চিব জেসমিন প্রধান বুধবার (৭ জুন) বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি ব‌লেন, খুলনা জেলা প্রশাস‌কের সুপা‌রিশ আম‌লে নি‌য়ে ওই চেয়ারম‌্যান‌কে সাম‌য়িক বরখাস্ত ক‌রা হ‌য়। গত ৫ জুন এ বিষ‌য়ে প্রজ্ঞাপন জা‌রি করা হ‌য়ে‌ছে।

প্রজ্ঞাপন সূ‌ত্রে, খুলনার কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কা‌মিল মাদ্রাসায় অধ‌্যক্ষ নি‌য়োগ প‌রিক্ষায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ড. নজরুল ইসলামকে ম‌নো‌নীত করা হয়। নিয়োগ পরীক্ষা চলাকালে মাদ্রাসার সভাপতি ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ বিশেষ একজন আবেদনকারীকে বেশি নম্বর প্রদানপূর্বক নিয়োগ প্রদানের জন্য তাকে চাপ প্রয়োগ করেন। ওই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে মতপার্থক্যজনিত কারণে চেয়ারম্যানের নেতৃত্বে ড. নজরুল ইসলাম‌কে প্রহার করা হয় এবং মূল্যবান দ্রব্যসামগ্রী ছিনিয়ে নিয়ে প্রায় চার ঘণ্টা জিম্মি করে রাখেন।

এ ঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪) (খ) ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, খুলনা ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। এমন অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হাতে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, ১ জুন কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেন ওই মাদ্রসার ম‌্যা‌নে‌জিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। ত‌বে শুনানি শেষে জামিন না মঞ্জুর পূর্বক তা‌কে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আজহারুল ইসলাম।