জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় বিশ^বিদ্যালয়। বিশ^বিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট’ এ নবনিযুক্ত তিনজন ডিস্টিংগুইস্ড প্রফেসরকে সঙ্গে নিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের সময় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ডিস্টিংগুইস্ড প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবী, ডিস্টিংগুইস্ড প্রফেসর ড. আখতার হোসেন, ডিস্টিংগুইস্ড প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক সুমন চক্রবর্তী, প্রকৌশল দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক, ইনস্টিটিউটের এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামের ৯জন গবেষকসহ ইনস্টিটিউটের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে তারা বিশ^বিদ্যালয়ের গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শণ করেন উপাচার্য। এসময় উপাচার্য ক্যাম্পাস এলাকা ঘুরে দেখেন ও পরামর্শ প্রদান করেন।