বোয়ালমারী (ফরিদপুর):‘আমিতো মনে করি না বর্তমান সাংসদ গত পাঁচ বছরে এলাকায় কোন উন্নয়ন করেছেন। জনগণের সাথে ওনার কোন সম্পৃক্ততাও নেই। আমি ৮/১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আমি নতুন চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করতে বর্তমান সাংসদের নিকট কাগজপত্র পাঠাই কিন্তু তিনি সুপারিশ (ডিও লেটার) করেননি। গত পাঁচ বছরে এলাকায় কোন উন্নয়নমূলক কাজই হয়নি। শুধু আমার সাথে থাকার কারণে আকরামুজ্জামান মৃধা রুকুকে কোন পদ দেওয়া হয়নি।’
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম একথাগুলো বলছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত বর্তমান সাংসদ মনজুর হোসেনকে উদ্দেশ্য করে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (০৩ জুন) সকালে স্থানীয় একটি শপিং কমপ্লেক্সে গণমাধ্যমকর্মীদের সাথে তিনি মতবিনিময়কালে এসব কথা বলেন। মতবিনিময়কালে কাজী সিরাজ বলেন, ‘আমি দলের কাছে নমিনেশন চাইব। দল যদি আমাকে নমিনেশন দেয় তবে আমি নির্বাচন করব। আর যদি না দেয় তবে যে পায় তার পক্ষে কাজ করব।’ তিনি আরো বলেন, ‘আমি মনোনয়ন না পেলেও রাজনীতি করব। জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিই করব।’
গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ আমি মানুষকে ভালোবাসি, এ এলাকার মানুষও আমাকে ভালোবাসে। আমার নিকট কেউ সাহায্যের জন্য আসলে আমি কাউকে ফিরিয়ে দেই না।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আসাদুল করিম, উপজেলা কৃষক লীগের আহবায়ক যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ।