চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রবাসীর চুরি হয়ে যাওয়া ২১ভরি অধিক স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে সংগবদ্ধ ৩ চোরকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত ২৫ মে চুরি হওয়ার বিষয়ে একটি অভিযোগ করেন উপজেলার শিলক ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ তিনজনকে চট্টগ্রাম নগর হতে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এসব চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামি হতে ৩টি মোবাইল ট্যাব, ২টি এন্ড্রয়েট স্মার্ট ফোন, নগদ ২ হাজার ২শত টাকা, বিদেশী ভিসা সংক্রান্ত আই.ডি কার্ড, ১টি স্বর্ণের বারসহ ২১ ভরির অধিক স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ড রাবার ড্যাম এলাকার শাহ আলমের ছেলে মোঃ রবিউল হোসেন প্রকাশ নয়ন(২১), একই এলাকার নবীর হোসেনের ছেলে সোহেল হোসেন(১৯) ও ২নং ওয়ার্ডের মরমের মুখ এলাকার মোঃ বাঁচা মিয়ার ছেলে মোঃ মিজান হোসেন(২০)।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম বলেন, গ্রেপ্তার ৩ জনকে গত শুক্রবার (২৬ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।
মুবিন বিন সোলাইমান, চট্টগ্রাম