চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে রাজারহাট মাঠে ঐতিহ্যবাহী বলীখেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৬ মে) ২০২৩ইং তারিখ বিকেলে অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পদুয়া জয়নগরের নাছের বলি। তিনি একই ইউনিয়নের খুরুশিয়া এলাকার আবুল হোসেন বলিকে হারিয়েছে৷ এছাড়া দ্বিতীয় হয়েছে শিলক ইউনিয়নের হৃদয় বলি।
উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাটে ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের সহযোগিতায় আয়োজিত খেলায় অর্ধ শতাধিক বলি অংশগ্রহণ করেন। যেখানে হাজারো মানুষের ঢল নামে। শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান ও জাতীয় পুরষ্কারপ্রাপ্ত মৎস্য খামারী তথ্যমন্ত্রীর ছোট ভাই এরশাদ মাহমুদ। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) দুলাল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আবু জাফর তালুকদার, প্যানেল চেয়ারম্যান জাহেদ হাছান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি।
অন্যদিকে, উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে ধামাইর হাট মুন্সি স্কুল সংলগ্ন বিলে বিকাল ৩টায় আনজু মিয়ার বলি খেলা অনুষ্ঠিত হয়। দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান তথ্যমন্ত্রীর ছোট ভাই খালেদ মাহমুদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী।
মুবিন বিন সোলাইমান, চট্টগ্রাম