যক্ষা রোগী সনাক্ত, তাদের চিকিৎসার মাধ্যমে নির্মূলে করণে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক জেলা অ্যাডভোসী সভা অনুষ্ঠিত হয়। ২৮ মে রোববার বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি ( নাটাব) পাবনা জেলা শাখার সদস্য, সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে স্থানীয় মিডিয়া সেন্টার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মোহাম্মদ খায়রুল কবির ও রিসোর্স পার্সন ছিলেন সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: জান্নাতুল ফেরদৌস বৈশাখী। সভায় বক্তব্য রাখেন টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি এইচ, কে, এম আবুবকর সিদ্দিক, মহা সচিব মফিজ উদ্দিন আহম্মেদ, বিশিষ্ট লেখক লেখক, মোস্তাফা সতেজ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, কবি ও সাংবাদিক ছিফাত রহমান সনম, মাইটিভির প্রতিনিধি আব্দুল নাহিদ মিয়া, সূচিতা সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, আসাস’র নির্বাহী পরিচালক মো: আবু হানিফ, পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কামরুন্নাহার কাকোলী, উইএর এ্যাসিট্যান্ট কো-অডিনেটর ঐন্দিলা ঘোষ ও শিরিন সুলতানা, উদ্যোক্তা হালিমা খাতুন মুক্তা, ভাঙ্গুড়ার রুপা এনজিও’র নির্বাহী পরিচালক সুইটি পারভীন প্রমুখ।
প্রধান অতিথি ও রিসোর্স পার্সন বলেন যক্ষা একটি প্রাচীণতম রোগ, তবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এ নিয়ে ভয়ের কোন কারণ নেই এবং সরকারী-বেসরকারী চিকিৎসা কেন্দ্রে বিনামূলে যক্ষারোগীর চিকিৎসা, ঔষুধপত্র সররাহ করা হয়। রোগীদের শুধু নিয়ম মেনে দীর্ঘ সময়য় ধরে ঔষুধ সেবন করলেই এই রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব।