বৃহষ্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ডে এবং ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরগণ হলেন- সাধারণ ১ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম আহমেদ আব্বাস, ২ নম্বর ওয়ার্ডে মনির হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে শাহিন মোল্লা, ৪ নম্বর ওয়ার্ডে কাজী আতাউর, ৫ নম্বর ওয়ার্ডে দবীর সরকার, ৬ নম্বর ওয়ার্ডে আসাদুজ্জামান তুলা, ৭ নম্বর ওয়ার্ডে কাউসার আহমেদ, ৮ নম্বর ওয়ার্ডে সেলিম রহমান, ৯ নম্বর ওয়ার্ডে শফিকুল আলম (তপন), ১০ নম্বর ওয়ার্ডে খলিলুর রহমান, ১১ নম্বর ওয়ার্ডে সনজিৎ বাবু, ১২ নম্বর ওয়ার্ডে আব্বাস উদ্দীন খোকন, ১৩ নম্বর ওয়ার্ডে খোরশেদ আলম সরকার, ১৪ নম্বর ওয়ার্ডে এসএম আলতাব হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে ফয়সাল আহমাদ সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ১৬ নম্বর ওয়ার্ডে আবু সাঈদ মন্ডল, ১৭ নম্বর ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলাম, ১৮ নম্বর ওয়ার্ডে মোঃ আব্দুল কাদির মন্ডল, ১৯ নম্বর ওয়ার্ডে শাহীন আলম, ২০ নম্বর ওয়ার্ডে মোঃ শহীদুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডে মোঃ দেলোয়ার হোসেন বাদল, ২২ নম্বর ওয়ার্ডে ছবদের হাসান, ২৩ নম্বর ওয়ার্ডে মোঃ খোরশেদ আলম রিপন, ২৪ নম্বর ওয়ার্ডে মোঃ মাহবুবুর রশীদ খান শিপু, ২৫ নম্বর ওয়ার্ডে মোঃ মজিবুর রহমান, ২৬ নম্বর ওয়ার্ডে মোঃ হান্নান মিয়া হান্নু ২৭ নম্বর ওয়ার্ডে মোঃ জাবেদ আলী জবে, ২৮ নম্বর ওয়ার্ডে হাসান আজমল ভূইয়া, ২৯ নম্বর ওয়ার্ডে শাহজাহান মিয়া সাজু, ৩০ নম্বর ওয়ার্ডে মোঃ আনোয়ার হোসেন, ৩১ নম্বর ওয়ার্ডে আলমাস মোল্লা, ৩২ নম্বর ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলাম, ৩৩ নম্বর ওয়ার্ডে মোঃ মিজানুর রহমান, ৩৪ নম্বর ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম, ৩৫ নম্বর ওয়ার্ডে মোঃ মীর ওসমান গনি (কাজল), ৩৬ নম্বর ওয়ার্ডে মোঃ ইকবাল হোসেন মোল্যাহ, ৩৭ নম্বর ওয়ার্ডে রাশেদুজ্জামান জুয়েল, ৩৮ নম্বর ওয়ার্ডে মোঃ মনিরুজ্জামান, ৩৯ নম্বর ওয়ার্ডে মোঃ মাসুদুল হাসান বিল্লাল, ৪০ নম্বর ওয়ার্ডে এমকে নজরুল ইসলাম বিকি, ৪১ নম্বর ওয়ার্ডে আমজাদ হোসেন মোল্লা, ৪২ নম্বর ওয়ার্ডে সুলতান উদ্দিন আহমেদ, ৪৩ নম্বর ওয়ার্ডে খালেদুর রহমান রাসেল, ৪৪ নম্বর ওয়ার্ডে মোঃ মাজহারুল ইসলাম দিপু, ৪৫ নম্বর ওয়ার্ডে শাহ আলম রিপন, ৪৬ নম্বর ওয়ার্ডে মোঃ নুরুল ইসলাম, ৪৭ নম্বর ওয়ার্ডে মোঃ হেলাল উদ্দিন, ৪৮ নম্বর ওয়ার্ডে মোঃ সফি উদ্দিন, ৪৯ নম্বর ওয়ার্ডে মোঃ আমির হোসাইন, ৫০ নম্বর ওয়ার্ডে কাজী আবু বকর সিদ্দিক, ৫১ নম্বর ওয়ার্ডে মোঃ আমজাদ, ৫২ নম্বর ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর হোসেন, ৫৩ নম্বর ওয়ার্ডে মোঃ সোলায়মান হায়দার, ৫৪ নম্বর ওয়ার্ডে মোঃ বিল্লাল হোসেন মোল্লা, ৫৫ নম্বর ওয়ার্ডে মোঃ আবুল হাশেম, ৫৬ নম্বর ওয়ার্ডে মোঃ আবুল হোসেন ও ৫৭ নম্বর ওয়ার্ডে মোঃ গিয়াস উদ্দিন সরকার। এদের মধ্যে ১৫, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ , ২৮, ৩০, ৪০, ৪২, ৪৮ ও ৫৫ নং ওয়ার্ডের নির্বাচিত সাধারণ কাউন্সিলরগণ বিএনপি সমর্থিত নেতাকর্মী। তাদের গত ১৬ মে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ১৯ জন নির্বাচিত কাউন্সিলরগণ হলেন- ১ নম্বর ওয়ার্ডে পারভীন আক্তার, ২ নম্বর ওয়ার্ডে মাহমুদা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে ইসরাত জাহান শিল্পী, ৪ নম্বর ওয়ার্ডে তাসলিমা নাসরিন, ৫ নম্বর ওয়ার্ডে লিপি আক্তার, ৬ নম্বর ওয়ার্ডে তানিয়া আক্তার, ৭ নম্বর ওয়ার্ডে মোছাঃ রীনা সুলতানা, ৮ নম্বর ওয়ার্ডে আফসানা আক্তার, ৯ নম্বর ওয়ার্ডে নাসেরা সুলতানা বেবী, ১০ নম্বর ওয়ার্ডে আয়েশা আক্তার, ১১ নম্বর ওয়ার্ডে সালেমা খাতুন, ১২ নম্বর ওয়ার্ডে হাসনা হেনা, ১৩ নম্বর ওয়ার্ডে শিরিন আক্তার, ১৪ নম্বর ওয়ার্ডে হোসনে আরা সিদ্দিকা, ১৫ ফেরদৌসি জামান ফিরু, ১৬ নম্বর ওয়ার্ডে হামিদা বেগম, ১৭ নম্বর ওয়ার্ডে সেলিনা আক্তার, ১৮ নম্বর ওয়ার্ডে কেয়া শারমিন ও ১৯ নম্বর ওয়ার্ডে রাখি সরকার। তাদের মধ্যে সংরক্ষিত ১৮ নম্বর ওয়ার্ডের কেয়া শারমিন গাজীপুর মহানগর মহিলা দলের সহসভাপতি। তাঁকেও গত ১৬ মে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।
মেয়র পদে কে কত ভোট পেয়েছেন ॥
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা) দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এড. আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। তাদের বু’জনের ভোটের ব্যবধান ১৬ হাজার ১৯৭ ভোট। এছাড়া একই পদে অন্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট পেয়েছেন। জাকের পার্টি মনোনীত (গোলাপ ফুল) প্রার্থী মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬ ভোট, গণফ্রন্ট মনোনীত (মাছ) প্রার্থী আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মো. হারুন-অর-রশীদ ২ হাজার ৪২৬ ভোট এবং হাতি প্রতীকের সরকার শাহনূর ইসলাম পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।