রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি বিরল প্রজাতির ঈগল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে পাখিটি অসুস্থ হয়ে পড়লে দ্রুত বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে অসুস্থ ঈগল পাখিটির প্রাথমিক চিকিৎসা দেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. হাফিজুর রহমান। এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে বালিয়াকান্দির সোনার মোড় এলাকা থেকে ধাওয়া খেয়ে ঈগল পাখিটি কালীপদ সরকারের বাড়িতে আহত অবস্থায় আসে। আহত ঈগলটি বর্তমানে বালিয়াকান্দির সদর ইউনিয়নের যদুর মোড়ের মৃত কালীপদ সরকারের নাতি ছেলে উৎস সরকারের হেফাজতে রয়েছে।
ডা. মো. হাফিজুর রহমান জানান, উদ্ধার করা ঈগল পাখিটি বিরল প্রজাতির। সাধারণত এ অঞ্চলের দিকে এই পাখির দেখা মেলে না। ধারণা করা হচ্ছে, পাখিটি ঘূর্ণিঝড় মোখায় আহত হয়ে এদিকে চলে এসেছে। পাখিটি বেশ দুর্বল। প্রাথমিক চিকিৎসা শেষে বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে তিনি যোগাযোগ করেন। দ্রুতই পাখিটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে অবমুক্ত করবেন বলে তারা জানিয়েছেন।