চলছে বিয়ের মৌসুম। আর এই মৌসুমে গয়নার চাহিদা বাড়লেও দাম না বেড়ে কমেছে কলকাতার খুচরা বাজারে। তবে বিয়ে ছাড়া অন্য অনুষ্ঠানেও গয়না উপহার দিতে পছন্দ করে বাঙালিরা। আর তাই এই মাসে যদি সোনা বা রুপার গয়না কেনার কথা ভেবে থাকেন, তাহলে এখনই উপযুক্ত সময়। গত সপ্তাহের হিসাব বলছে, কলকাতায় রেকর্ড পরিমাণ দাম কমেছে সোনার। আর রুপার দাম কমেছে কেজিপ্রতি প্রায় ৩ হাজার ৫০০ রুপি।
গত ১১ মে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামেরে দাম ছিল ৬২ হাজার ১৩০ রুপি। সেই সোনার দাম এক সপ্তাহ পর অর্থাৎ ১৮ মে হয়েছে ৬১ হাজার ২০০ রুপি। একইভাবে কমেছে ২২ ক্যারেট সোনার দামও। গত ১১ মে কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬ হাজার ৯৫০ রুপি। সেই সোনা এক সপ্তাহ পর হয়েছে ৫৬ হাজার ১০০ রুপি। আর, গত ১১ মে রুপার কেজি ছিল ৭৮ হাজার রুপি। এক সপ্তাহ পর সেটি হয়েছে ৭৪ হাজার ৫০০ রুপি।