বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগ কর্তৃক উদ্ভাবিত কাঁঠালের উন্নত জাত ও প্রতিশ্রুতিশীল জার্মপ্লাজম মূল্যায়নের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বারি’র ফল বিভাগের গবেষণা মাঠে মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বারি’র উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক ড. ফেরদৌসী ইসলাম ও ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এসময় কেজিএফ ইনডিপেনডেন্ট মূল্যায়ন কমিটির সদস্য প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ ও ড. পরেশ চন্দ্র গোলদার এবং টেকনিক্যাল স্পেশালিস্ট ড. শাহরিনা আখতার উপস্থিত ছিলেন।
বারি’র প্রটোকল অফিসার (অ.দা.) মো. হাসান হাফিজুর রহমান জানান, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে ও ইভ্যালুয়েশন অফ ফ্রুট বিয়ারিং এন্ড ফ্রুট ইল্ড অফ বিএআরআই ডেভলপড জ্যাকফ্রুট ভ্যারাইটিস ইন দি এস্টাবলিস্ট অর্চাড প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠানে একশ’ জন কৃষক অংশগ্রহণ করেন।