গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এড. আজমত উল্লা খানের নির্বাচন পরিচালনার জন্য গাজীপুর মহানগর আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। কমিটিতে গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র ৯ নেতাকে উপদেষ্টা ও ১০২ জনকে পরিচালনা কমিটিতে রাখা হয়েছে। এছাড়াও নির্বাচন পরিচালনার বিষয়টি সমন্বয়ের জন্য চারজনের সমন্বয়ে একটি দপ্তর সেল খোলা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির ৯ উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমিক এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান, সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া ও রোমানা আলী টুসি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা ও গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কাজী আলিম উদ্দিন ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ রেজাউল করিম ও মো: আফজাল হোসেন সরকার রিপন। কমিটির সদস্য সচিব হলেন, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটিতে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৯৭ জন নেতাকে সদস্য রাখা হয়েছে।
ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়কে অব্যাহতি॥ চুড়ান্ত বহিষ্কারের সুপারিশ
স্টাফ রিপোর্টার, গাজীপুর ও নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নিজ দলের প্রার্থী মেয়র পদের বিপক্ষে টেবিল ঘড়ি প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও প্রচারণা চালানোর অভিযোগে মহানগরের ৩১ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম তিতুমীর কে মহানগর আওয়ামী লীগের সকল পদ পদবী থেকে অব্যাহতি দিয়ে চুড়ান্ত বহিস্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন একই অভিযোগে আরও কয়েক জনকে অব্যহতির চিঠি দেয়া হয়েছে। এছাড়ও মহানগরীর আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।