খুলনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের একটি কর্মিসভা বন্ধ করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার বিকালে নগরীর গল্লামারী মোড়ে সড়ক বন্ধ করে এ সভা আয়োজন করে দলের সোনাডাঙ্গা থানা শাখা।
জানা গেছে, আওয়ামী লীগ নেতারা সড়কের এক পাশ বন্ধ করে সেখানে কর্মিসভার মঞ্চ ও প্যান্ডেল তৈরি করেন। খবর পেয়ে নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা আয়োজন বন্ধ করতে অনুরোধ জানান। এ সময় তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে চেয়ারসহ অন্যান্য মালপত্র সরিয়ে নেওয়া হয়।
কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সড়ক বন্ধ করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে এ ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আছে।
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সন্ধ্যার পর গল্লামারী মোড়ে থানা আওয়ামী লীগের কর্মিসভা হওয়ার কথা ছিল। আমরা ফুটপাতসহ সড়কের একপাশে এ আয়োজন করি। এতে যে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়েছিল তা জানা ছিল না। বিষয়টি জানার পর সিটি মেয়রের নির্দেশে সভা বন্ধ করা হয়েছে।