বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে (বিসিসি) মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওর‌ফে খোকন সেরনিয়াবাত। বুধবার (০৩ মে) দুপুরে তার পক্ষে মনোননয় সংগ্রহ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম।

এ সময় মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট আফজালুল করীম ব‌লেন, ‘আগামী ১৬ মে ম‌নোনয়নপত্র জমা দেব। নির্বাচন কর্মকর্তা আমাদের আচারণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আমরা নির্বাচনের সকল আচারণবিধি মেনে কাজ করব।’

এর আগে খোকন সের‌নিয়াবাত মহিলা প‌রিষ‌দের সঙ্গে মত‌বি‌নিময় এবং আইনজী‌বী স‌মি‌তির সদস‌্যদের সঙ্গে কুশল বি‌নিময় ক‌রেন।