বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ “বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন”প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সকালে সিনিয়র জেলা দায়রা জজ মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্হলে এসে শেষ হয়।

জেলা আইনজীবি সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপু, বিভিন্ন বেসরকারী এনজিও,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি,সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা,কর্মচারীগন ও আইনজীবি সদস্যরা র‌্যালীতে অংশগ্রহন করেন। পরে জেলা আইনজীবি সমিতি ভবনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিনিয়র জেলা জজ এস এম সাইফুল ইসলাম,মোঃ মইনুল ইসলাম,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ওসমান গণি।জেলা আইনজীবি সমিতির সভাপতি ড.একে আজাদ ফিরোজ টিপু। জেলা আইনজীবি সমিতির সদস্যগন,সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা,কর্মচারীগণ,এনজিও প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীগন এসময়ে উপস্হিত ছিলেন।