ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের শুরুতে টানা পাঁচ ম্যাচ হারা দিল্লি ক্যাপিটালস যেই না জয়ের ধারায় ফিরতে শুরু করেছে, সুসময়ের মুখ দেখতে চলেছে; তখনই আবারো মাঠের বাইরে বিতর্কিত কাণ্ডে আলোচনায় তারা। যার ফলে বড় বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে ওয়ার্নার-মোস্তাফিজদের।
জানা গেছে, হায়দরাবাদের বিপক্ষে আসরে দ্বিতীয় জয় পাওয়ার পর এক পার্টির আয়োজন করে দিল্লি। যেখানে এক নারীর সাথে বাজে ব্যবহার করেন দিল্লির এক ক্রিকেটার। সেই পরিস্থিতি সামাল দিতে ক্যাপিটালস ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেয়া হয়েছে একাধিক নির্দেশনা। অন্যথায় রয়েছে চুক্তিভঙ্গের হুঁশিয়ারি।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সেই নির্দেশনায় সাতটি বিধিনিষেধ আরোপ হয়েছে ক্রিকেটারদের উপর, দেয়া হয়েছে শাস্তিও। যার মাঝে রাত ১০টার পরে খেলোয়াড়রা কাউকে হোটেলে প্রবেশ না করাতে পারা ও ফ্যামিলির সদস্যদের খরচ নিজেদের বহন করার বিষয়টি উল্লেখযোগ্য।
এ প্রসঙ্গে টিম ম্যানেজমেন্ট থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, রাত ১০টার পর কোনো পরিচিত ব্যক্তিকেও নিজের ঘরে নিয়ে আসা যাবে না। আর যদি একান্তই অতিথি বা পরিচিত কারো সাথে দেখা করতে হয়, তবে ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে হোটেলের কফি শপে অথবা রেস্টুরেন্টে বসে কথা বলতে হবে।
একইসাথে জানিয়ে দেয়া হয়েছে, এখন থেকে ক্রিকেটারদের নিজেদেরই তার বান্ধবী বা স্ত্রীর ভ্রমণ ও থাকা-খাওয়ার যাবতীয় খরচ বহন করতে হবে। এখানেই শেষ নয়, টিম হোটেলে স্ত্রী, বান্ধবী বা অন্য অতিথি আসার আগে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে রাখতে হবে। পাশাপাশি আগত ব্যক্তির সচিত্র পরিচয়পত্রও টিম ম্যানেজমেন্টের কাছে জমা রাখতে হবে।
তাছাড়া ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন আয়োজনে ক্রিকেটারদের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় কঠিন হুঁশিয়ারি দিয়ে রেখেছে দিল্লি ম্যানেজমেন্ট। এই সমস্ত ‘কোড অফ কনডাক্ট’ ভঙ্গ করলে জরিমানা তো বটেই, চুক্তি বাতিলের ঘোষণাও দিয়ে রেখেছে তারা।