ঈদের দিন বিকালে রিলিজ হবে বাংলাদেশ শুধু নয় উপমহাদেশের বিখ্যাত গায়িকা জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও তানিম হায়াত খান রাজিতের সুরে ও কন্ঠে কবি সুপ্রিয়া বিশ্বাসের লেখা “তুমি ছুঁয়ে দিলে ” গানটি।
গানের কথা: “তুমি ছুঁয়ে দিলে”
গীতিকার: সুপ্রিয়া বিশ্বাস।
সুরকার: তানিম হায়াত খান রাজিত।
শিল্পী: জীবন্ত কিংবদন্তী শ্রদ্ধেয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও তানিম হায়াত খান রাজিত।
ভিডিও ডিরেকশন: সাফিকা নাসরিন মিমি।
মিউজিক: সজীব দাস।
চিত্রগ্রহন ও এডিট: খোকন কর্মকার।
বাংলাদেশের কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন গানের জগতে এক অনন্য প্রতিভার নাম। শ্রদ্ধেয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের পাঁচ বোনের মধ্যে চারবোনই গানের জগতের উজ্জ্বল নক্ষত্র।বড়বোন ফরিদা ইয়াসমিন, মেজোবোন ফওজিয়া ইয়াসমিন, সেজোবোন ড. নাজমা ইয়াসমিন, চতুর্থ বোন নিলুফার ইয়াসমিন এবং সবার ছোট কিংবদন্তি কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। আর রাজিত হলেন শ্রদ্ধেয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের মেজোবোন ফওজিয়া ইয়াসমিনের সন্তান। ষাটের দশকের জনপ্রিয় শিল্পী ফওজিয়া ইয়াসমিন এবং স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সংগীত গবেষক মোবারক হোসেন খান সাহেবের সুযোগ্য পুত্র তানিম হায়াত খান রাজিত একজন গীতিকার,সুরকার, সংগীত শিল্পী ও একজন গুনী সরোদ শিল্পী।
ভিডিও ডিরেকশনে আছেন সাফিকা নাসরিন মিমি ।
মিউজিকে আছেন সজীব দাস।
চিত্রগ্রহণ-এডিট খোকন কর্মকার,
কাস্ট :মারিয়া অনন্যা – দেব দীপ।
কবি সুপ্রিয়া বিশ্বাসের কবিতা ,গান ,গল্প সব সময় পাঠক /শ্রোতার হৃদয়ে গেঁথে যায়।এই গানটিও পাঠক প্রিয়তা পাবে আশা করা হচ্ছে।তিনি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার কন্যা ও বধু।বর্তমানে তিনি রাজবাড়ি জেলার কালুখালী উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসাবে কর্মরত আছেন।সকলের আন্তরিক প্রচেষ্টায় গানটি শ্রোতাপ্রিয়তা পাবে আশা করছি। অন্য রকম ভালোবাসা ও ভালোলাগার শিহরণ নিয়ে গানটি শোনার অপেক্ষায় আছে আপামর শ্রোতাগণ।সাথেই থাকুন, পাশেই থাকুন।সকলের জন্য শুভকামনা রইলো।