বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেন, বিভিন্ন দুর্যোগ ও দুরবস্থা সৃষ্টি করে সরকার নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে। বিভিন্ন মার্কেটে একটার পর একটা আগুন লাগছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কী হবে? সাধারণ মানুষের কী হবে? ক্রেতা সাধারণের কী হবে? মানুষ আজ খুব অসহায়, কঠিন ও ক্রান্তিকাল অতিক্রম করছে।
রোববার উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদে অসহায় দুস্থ নারী পুরুষের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদের উদ্যোগে ১২০০ অসহায় মানুষের মধ্যে এসব বিতরণ করা হয়।
তাবিথ আউয়াল বলেন, আমরা যখন সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদ করতে যাই, তখন আমাদের দমন, পীড়ন, হত্যা ও নিপীড়ন করে দমিয়ে রাখা হয়। আমরা যখন আমাদের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে যাই, ঠিক সেই মুহূর্তে একটার পর একটা দুর্যোগ ও দুরবস্থা আমাদের ওপর চাপিয়ে দেয় এ আওয়ামী অবৈধ সরকার।
তিনি বলেন, চাল-ডালের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাসের দাম বেড়েই চলছে। এ কারণে মানুষ খুব অসহায় ও বিপদাপন্ন হয়ে পড়েছে। মানুষ এখন আওয়ামী দুঃশাসনের অবসান চায়। এর থেকে মুক্তি পেতে আমাদের রাজপথে নেমে আসতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের পতন নিশ্চিত করতে হবে।
এ সময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন, গরিব দুঃখী ও অসহায় মানুষেরা নিদারুণ কষ্টের মধ্যে দিনযাপন করছেন। তাদের জন্য কিছু করতে পারায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করব।
অনুষ্ঠানে দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য এবিএমএ রাজ্জাক, স্থানীয় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ইলোরা পারভীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।